রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:১৩

রূপগঞ্জে ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার গ্রেফতার

0Shares

মোঃ শরীফ ভূইয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রুপগঞ্জে এক ভুয়া অ্যাডিশনাল এসপি পরিচয় দানকারী জাকারিয়া নামের প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার তাকে সিলেট ওসমানী বিমানবন্দরের সামনে থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ, গতকয়েক দিন আগে একটি মামলার বিষয় নিয়ে রূপগঞ্জ থানার চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মফিজুল ইসলামকে সহকারি পুলিশ সুপার পরিচয়ে কল দিয়ে প্রেশার আরোপ করে। তার কথায় সন্দেহ হলে মফিজুল ইসলাম তার উর্ধ্বতন কর্মকতাদের জানান গ্রেফতারকৃত ভুয়া অ্যাডিশনাল এসপি পরিচয় দানকারী প্রতারক জাকারিয়া আহমেদ তাফাদার ওরফে রাজন হবিগঞ্জ জেলার জকিগঞ্জ উপজেলার কসকনকপুর এলাকার মৃত আব্দুর সবুরের ছেলে। এ বিষয়ে নারায়নগঞ্জ (গ সার্কেল) এ এসপি মেহেদী ইসলাম জানান, কয়েকদিন যাবত রুপগঞ্জ থানার চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মফিজুল ইসলামকে অ্যাডিশনাল এসপি পরিচয়ে কল দিয়ে প্রেশার সৃষ্টি করে, পরে তার কথাবার্তা সন্দেহবাজন মনে হলে তার বিষয় খোঁজখবর নিলে সে ভুয়া প্রমাণিত হয়। পরে তাকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বিমানবন্দরের সামনে থেকে গ্রেফতার করে রুপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এ সময় তার সাথে থাকা ব্যবহৃত একটি মোবাইল ফোন, অ্যাডিশনাল এসপির ভুয়া আইডি কার্ড ও একটি ফিল ক্যাপ পাওয়া যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

0Shares

শেয়ার করুন