শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৫২

পাঁচদোনা ইউনিয়নে জাকের পার্টি ছাত্রফ্রন্টের নতুন কমিটি গঠন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

8Shares

আলম খান, পাঁচদোনা (নরসিংদী): গত ৩০ জুন ২০২৫, জাকের পার্টি ছাত্রফ্রন্ট নরসিংদী জেলা-১ এর আওতাধীন পাঁচদোনা ইউনিয়নে এক বিশেষ সাংগঠনিক সভার মধ্য দিয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে মাসিক সাংগঠনিক সভাও অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট নরসিংদী জেলা-১ এর সভাপতি লোকনাথ দত্ত চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা-১ এর সাধারণ সম্পাদক সাকিব মৃধা। সভায় বক্তারা নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জাকের পার্টির আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য সংগঠনের প্রতিটি কর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান। কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা সংগঠনের প্রতি আনুগত্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। সভায় স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রফ্রন্টের অন্যান্য সদস্য এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাকের পার্টি ছাত্রফ্রন্ট দেশের তরুণ প্রজন্মের নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক বিকাশে ভূমিকা রেখে চলেছে দীর্ঘদিন ধরেই।

8Shares

শেয়ার করুন

আরও পড়ুন

এ সম্পর্কিত আরো