শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৩

গোমস্তাপুরে তিন বন্ধুর পেঁপে চাষে সাফল্য শিক্ষিত যুবকদের মধ্যে সৃষ্টি করেছে আশার আলো

0Shares

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে তিন উচ্চশিক্ষিত যুবকের পেঁপে চাষে সাফল্য এখন সবার মুখে মুখে। শাহাবুদ্দিন, মাহিদুর এবং কামরুল ইসলাম—এই তিন বন্ধুর উদ্যোগে গড়ে ওঠা S.K.M Agro প্রতিষ্ঠানটি পেঁপে চাষ করে শুধু কৃষকদেরই নয়, শিক্ষিত বেকারদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

তারা জানান, পেঁপের পুষ্টিগুণ ও বাজারে চাহিদা বেশি হওয়ায় তারা এই চাষে আগ্রহী হন। এছাড়াও, রাসায়নিক সার ও কীটনাশক মুক্তভাবে উৎপাদিত পেঁপে বাজারে সরবরাহ করার লক্ষ্য নিয়ে তারা এই কার্যক্রম শুরু করেন।

তাদের এ সফলতা দেখে অনেকেই এখন আগ্রহী হচ্ছেন নিরাপদ ও লাভজনক কৃষিকাজে যুক্ত হতে। বিশেষ করে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পরিকল্পিতভাবে চাষ এবং বাজার ব্যবস্থাপনার কারণে তাদের এই উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

এই তরুণ উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, সঠিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে দেশের অন্যান্য অঞ্চলেও এমন উদ্যোগ নেওয়া সম্ভব, যা কৃষিভিত্তিক অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

0Shares

শেয়ার করুন