রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৬:৩৩

নরসিংদীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

0Shares

আসাদুজ্জামান বাদল ঃ শুক্রবার, ৪ জুলাই বিকেলে নরসিংদী শহরের বটতলা কার্যালয়ে  আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন  কেন্দ্রীয় কমিটির সভাপতি ও  নরসিংদী জেলার ৫ বারের নির্বাচিত সফল সভাপতি আলতাব হোসেন। তিনি জানান, গত বছর ২৬ অক্টোবর  ২০২৪ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের  ভোটের মাধ্যমে তিনি সভাপতি এবং খালেদ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। পরে নির্বাচনে পরাজিত প্রার্থীদের পরামর্শমূলক পদে যুক্ত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু বিভিন্ন মতানৈক্যের কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিলম্বিত হয়। অবশেষে আজ আনন্দঘন পরিবেশে সংবাদ সম্মেলনের মাধ্যমে  আনুষ্ঠানিকভাবে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ঘোষণা করা হলো। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হক, মোহাম্মদ ইকবাল হোসেন, তোফাজ্জল হোসেন, , সোহরাব হোসেন,শাহাদাত হোসেন ,মোঃ মহসিন মিয়া ,নূরে আলম ,ইব্রাহিম খলিল, মজিবুর রহমান, লোকমান হোসেন প্রমুখ । সংবাদ সম্মেলনে  গণ্যমান্য ব্যক্তিবর্গ অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা  ও  গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।

0Shares

শেয়ার করুন