শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:০০

ঘরে অন্ত:সত্তা স্ত্রী রেখে মোটরসাইকেল দূর্ঘটনায় না ফেরার দেশে বিএনপি কর্মী

12Shares

 

 

কমলনগরে ঘরে আট মাসের অন্ত:সত্তা স্তীকে রেখে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. দুলাল (৩৩) নামের বিএনপির এক একনিষ্ঠ কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার
চরমার্টিন ইউনিয়নের বলিরপোল বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ দূর্ঘটনাটা ঘটে।

দুলাল একই উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার চর শামসুদ্দিন গ্রামের ছিদ্দিকুল ইসলামের ছেলে। ঘরে তার আট মাসের অন্ত:সত্তা স্ত্রী ও ৭ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। সে ওই এলাকায় আমৃত্যু বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন বলে জানা গেছে। পাশাপাশি মতিরহাট বাজারে কর্মকারের পেশায় কাজ করতেন।

নিহত দুলালের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে জরুরি প্রশোজনে মতিরহাট বাজারের ব্যবসায়ী মো. নুর নবীর মোটরসাইকেলে চড়ে তোরাবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন দুলাল। এসময় তাদের মোটরসাইকেলটি বলিরপোল বাজার জিরোপয়েন্ট এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের তাদের চাপা দেয়।

এতে বাইকের পেছনে থাকা দুলাল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুলালকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (আজ) সকাল এগারোটায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবরে নিহত দুলালের পরিবার সহ আশপাশের লোকজনের মাঝে শোকের মাতম চলছে।

এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে দু:খ প্রকাশ করে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনেকেই পোষ্ট করেছেন। কমলনগর উপজেলা যুবদলের সদস্য মো. হুমায়ুন কবির খান তার ফেসবুক পোস্টে ঠিক এমনভাবে স্মৃতি চারন করে লিখেছেন..
“সর্বদা হাস্যজ্জল সংস্কৃতিমনা যুবনেতা” দুলাল” তার সমস্ত অস্তিত্ব্য জুড়েই ছিল জাতীয়তাবাদীর প্রতি প্রেম আর ভালবাসা, কোন লোভ কিংবা নির্যাতনই তাকে জাতীয়তাবাদী পতাকা তল থেকে এক চুল পরিমান পিছনে সরাতে পাড়েনি কোন অপশক্তি। আজ আমার সেই প্রিয়কর্মিকে হারিয়ে বড় অসহায় লাগছে নিজেকে।মহান আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাত নসিব করুক আমিন”।

এদিকে শোকাভিভূত হয়ে এমন আবেগগণ একটি পোষ্ট তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সহ সকল স্থারের মানুষের মনে আবেগের সঞ্চার করেছে।

ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে দুলালের মরদেহ তার গ্রামের বাড়ি কমলনগরের মতিরহাটে নিয়ে আসার কার্যক্রম চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এম/শা/কা/ কেএন

12Shares

শেয়ার করুন