
লক্ষ্মীপুরের কমলনগরে স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার ফোকাস ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার পাটারীরহাট ইউনিয়নের খায়েরহাটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এনামুল হক হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক এম দিদার হোসেন ও উপজেলা যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটওয়ারী।
পপুলার ফোকাস ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মানছুর আহমেদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন, ডা. শেখ ফরিদ উদ্দিন, শেখ ফরিদ খাঁন, ইউপি সদস্য বশির আহাম্মদ, বিএনপি নেতা আবদুর রাজ্জাক তালুকদার, অ্যাডভোকেট মো. সেলিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেন, সদস্য কামরুল হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।