
মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমাতুজ যাহরার আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলার করইতলা বাজার আড্ডা ঘর চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলার চর লরেন্স ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সৈয়দ আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন, ডা. ওয়ালী উদ্দীন মাসুদ কনসাল্টেন্ট নোয়াখালী সদর হাসপাতাল, ডা. ইয়াসমিন খান মেডিকেল অফিসার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. প্রিন্স দাশ মেডিকেল অফিসার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. শিপলু সরকার মেডিকেল অফিসার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডা. ফাতেমাতুজ যাহরা মেডিকেল অফিসার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন , ডা. সুমন চৌধুরী, সভাপতি করইতলা বাজার বণিক সমিতি , আবু তাহের জিল্লুর, সেক্রেটারি করইতলা বাজার বণিক সমিতি ও প্রতিষ্ঠাতা পরিচালক দেশ মা মাটি মেডিকেল সেন্টার।
করইতলা বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা নজির আহমদ হেলালির মোনাজাত ও দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।