রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১২:২২

কমলনগরে মাছসহ ফিকআপ গাড়ি আটক, ৫ জনের বিরুদ্ধে মামলা

0Shares


লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে শিকার করা সামুদ্রিক মাছ ক্রয় করে তা বিক্রি করতে নিয়ে যাওয়ার সময়ে একটি ফিকআপ গাড়ি, গাড়ির চালক ও ব্যাপারি সহ ৫ জনকে আটক করেছে পুলিশ ।

এই ঘটনায় বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে আটককৃত ৫ জনকে আসামি করে কমলনগর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। পরে দুপুরে আসামীদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামীরা হলো উপজেলা পাটোয়ারীহাট এলাকার শামসুদ্দিন বেপারির ছেলে মো. মান্নান (২৮) একই এলাকার নুর নবীর ছেলে মো. আলাউদ্দিন (১৯), চর ফলকন এলাকার মাইন উদ্দিনের ছেলে মো. কামরুল (২২), ওই এলাকার মিজি বাড়ির আজাদের ছেলে ইসমাইল (১৯) ও ছগির আহাম্মদের ছেলে মো. শাকিব (২০)।

এর আগে বুধবার(২৬ মার্চ) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মেঘনা সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়।
মামলার  বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গোপনে খবর পেয়ে মাছ ভর্তি একটি ফিকআপ গাড়ি, এক চালক সহ চারজন মাছ বেপারিকে আটক করা হয়েছে।  মাছ ক্রয় এব পরিবহনের অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের পরবর্তী তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।  পরে জব্দকৃত মাছগুলো নিলামের মাধ্যমে ৬৪ হাজার ৮০০ টাকায়  বিক্রি করা হয়েছে।  টাকাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। ফিকআপ গাড়িটি থানা হেফাজতে জব্দ থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য: ইলিশের প্রজনন মওসুমের (মার্চ এপ্রিল) এ দুই মাস মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা পরিবহন ও বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এরইমধ্যে একশ্রেণির অসাধু জেলেরা নদীতে  মাছ শিকার করছেন। ওইমাছ ক্রয় করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময়ে তাদের আটক করা হয়।

0Shares

শেয়ার করুন