
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রহসনের যাচাই বাছাইয়ের নামে আওয়ামী নেতাকর্মীদের নিয়োগ দেওয়া সহ নানা অনিয়ম দূর্ণীতির অভিযোগ নিয়ে উপজেলা শহরের বিভিন্ন মহলে চায়ের কাপে সমালেচনার তুফান চলছে। অভিযোগে জানাগেছে,ইসলামপুরে খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় ৫৩ জন ডিলার নিয়োগের জন্য কর্তৃপক্ষ দরখাস্ত আহ্বান করলে ২৭৯ জন প্রার্থী আবেদন করে। ওইসব প্রার্থীদের আবেদন পত্র লটারীর আগে কোন প্রকার যাচাই করা হয় নাই। তবে লটারীর পর অধিকাংশ বিজয়ীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের নিকট আওয়ামী ডেভিল বলে লিখিত অভিযোগ দেয় স্থানীয়রা। এতে লটারীর পরবর্তীতে যাচাই বাছাইয়ের মাধ্যমে সকল আওয়ামী সমর্থক বিজয়ীদের বাদ দেওয়ার মতো একটি কৌশলী অপপ্রচার চারিদিকে ছড়ানো হয়। এরই এক পর্যায়ে স্থানীয় একটি নব্য দালাল চক্র অভিযুক্ত বিজয়ী ডিলার প্রার্থী ও নিয়োগকারী কর্তৃপক্ষের মাঝে বিশেষ সমঝোতা করেন। এর ফলে লটারীতে বিজয়ীদের মধ্যে যারা অভিযুক্ত তারা সকলেই খাদ্যবান্ধব ডিলার হিসাবে নিয়োগ পেয়ে যান। এতে বঞ্চিত ডিলাররা জানান,সদ্য নিয়োগ প্রাপ্ত অধিকাংশ ডিলারগনই আওয়ামীলীগের নেতা কর্মী। তাই তারা সদ্য নিয়োগ প্রাপ্ত আওয়ামী ডিলারদের নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় আওয়ামী ডেভিলমুক্ত ডিলার নিয়োগের দাবী করছেন। একই দাবীর সাথে একমত পোষণ করছেন ইসলামপুর উপজেলা শহরের ফ্যাসীবাদ বিরোধীদের অনেকেই। ইসলামপুর উপজেলা খাদ্য কর্মকর্তা মাহাবুবুল আলম তরফদার জানান, ইসলামপুরের ৫৩ টি পয়েন্টে নিয়োগের জন্য ২৭৯ জনের আবেদন পত্র লটারী করা হয়। পরে সরকারী বিধি মোতাবেক যাচাই বাছাই করে ২ জনের আবেদন স্থগিত করা হয়েছে এবং ৫১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।