রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১:১৫

কমলনগরে জনকল্যাণ সংঘের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

43Shares

লক্ষ্মীপুরের কমলনগরে জনকল্যাণ সংঘ নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার করইতলা বাজারে সংগঠনটির কার্যালয়ে  এসব সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো নতুন পাঞ্জাবি ও খাদ্য সামগ্রী।

জনকল্যাণ সংঘের সভাপতি মো: ইবরাহীম এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মো:জামাল উদ্দিন কোম্পানি।

সংগঠনটির সাধারণ সম্পাদক ডা: মাহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনকল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা মো: মোস্তাফিজ হাওলাদার,উপদেষ্টা মো: নুরুল করিম মেম্বার ও মো হারুন প্রমুখ

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মোস্তাফিজ হাওলাদার বলেন, ঈদে সমাজের সুবিধাবঞ্চিত অসহায়দের  মুখে হাসি ফোটাতে পেরে আমরা সত্যিই আপ্লূত ও আনন্দিত। আগামী দিনগুলোতেও জনকল্যাণ সংঘের উদ্যোগে এমন মহৎকর্ম আরো ব্যাপক পরিসরে চালিয়ে নিতে  সকলের দোয়া কামনা করেন তিনি।

উপদেষ্টা নুরুল করিম মেম্বার বলেন, ঈদের খুশি অসহায়দের মাঝে ভাগাভাগি করতেই আমাদের এ মহৎ আয়োজন। জনকল্যাণ সংঘের উদ্যোগে এমন আয়োজন ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলে বলেন তিনি। সেই সাথে জনকল্যাণ সংঘের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মোস্তাফিজ হাওলাদারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এমন মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য।

43Shares

শেয়ার করুন