
মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) এর কুড়িগ্রামের সফর বিষয়ে তার সংবাদ বর্জন করেছেন কুড়িগ্রামের মূল ধারার সাংবাদিকরা। বুধবার (১২ মার্চ) কুড়িগ্রামে সকাল ১১টায় সফর করেন তিনি। অন্তর্র্বতী সরকারের কোনও উপদেষ্টার প্রথমবারের মতো কুড়িগ্রাম সফর হলেও সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে জেলার সাংবাদিকদের অবহিত করেনি জেলা প্রশাসন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। স্থানীয় সাংবাদিক নেতারা বলছেন, সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার রাষ্ট্রীয় সফর হলেও জেলা প্রশাসন গণমাধ্যমকে তা জানায়নি। এটি সাংবাদিক ও গণমাধ্যমকে উপেক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অবহেলা। এর দায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা কোনোভাবে এড়াতে পারেন না। কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক ও এখন টিভির জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মন্জু বলেন, ‘সরকারের উপদেষ্টা নিদিষ্ট সময় সুচি অনুযায়ী জেলা সফরে আসলেও জেলা প্রশাসন আমাদের সাংবাদিককে কিছুই জানায়নি। শুধু উপদেষ্টার সফর নয়, সরকারি কোনও উন্নয়ন কর্মসূচিতে জেলা প্রশাসন থেকে স্থানীয় সাংবাদিকদের কোনোকিছু জানানো হয় না। জেলা প্রশাসনের এ ধরনের ভূমিকা পরস্পর সহযোগী হিসেবে কাজ করার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায়।’ টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ইউনুস আলী বলেন,’একজন উপদেষ্টা ১ম বারের মতো কুড়িগ্রামে আসছেন অথচ জেলা প্রশাসন থেকে কুড়িগ্রামের মুল ধারার সাংবাদিকদের জানানো হয়নি। এরপরও আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরে জেলা প্রশাসক কার্যালয়ে গেলেও সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি। যার কারণে আমরা এ সংবাদ বর্জন করছি।’ কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্য আশরাফুল হক রুবেল বলেন,’দুপুর সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের কথা থাকলে আমরা কুড়িগ্রাম প্রেসক্লাব ও টেলিভিশন ফোরামের সকল সাংবাদিকবৃন্দ নির্ধারিত সময়ে উপস্থিত হলেও দীর্ঘ ২ ঘন্টা অপেক্ষার পরও উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি। এছাড়াও ২-৩জন ফেইসবুকে নামধারী সাংবাদিক থাকায় আমরা বয়কট করলাম।” কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, ‘অন্তর্র্বতী সরকারের উপদেষ্টার সফর নিয়ে জেলার সাংবাদিক কিংবা প্রেসক্লাবকে জানানো হয়নি। জেলা প্রশাসন প্রকৃত ও মূলধারার সাংবাদিকদের পাশ কাটিয়ে চলছে। যারা ফেসবুকসর্বস্ব সাংবাদিকতা করেন জেলা প্রশাসকের স্তুতিবাক্য গায় তাদের জানালে জানিয়ে থাকতে পারে। কিন্তু আমাদের কিছুই জানানো হয়নি।” এ ব্যাপারে জানতে জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে ফোন দিলেও তার মন্তব্য পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় বলেন,‘আমাকে আরও কয়েকজন সাংবাদিক ফোন দিয়েছিলেন। আমি বিষয়টি নিয়ে স্যারের সঙ্গে কথা বলবো। কোথায় কমিউনিকেশন গ্যাপ হচ্ছে সেটা আমরা দেখবো।’ এদিকে সফরসূচি থেকে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বুধবার বেলা ১১টায় কুড়িগ্রামে পৌঁছান। সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে তিনি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের শোবনদহ নামক স্থানে ১১ দশমিক ৫৮০ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ উদ্বোধন করেন। এরপর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ ও টিআর প্রকল্পের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। বিকালে জেলার নাগেশ্বরী উপজেলায় চরাঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নকল্পে ট্রেনিংপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন। দিনভর সফর কর্মসূচি শেষে উপদেষ্টা বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম ত্যাগ করবেন বলে জানা যায়।