রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:৫৯

কমলনগরে তিনটি অবৈধ ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

0Shares

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার  উপজেলার চর কাদিরা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ভাটার চিমনি, চুল্লি গুড়িয়ে দিয়ে যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো- চর কাদিরা ইউনিয়নের মেসার্স রহিমা ব্রিকস ও একই ইউনিয়নের মেসার্স লতিফ ব্রিকস ও তোরাবগঞ্জ ইউনিয়নের মেসার্স পাখি ব্রিকস।
এরমধ্যে রহিমা  ব্রিকস মালিক এ্যাডভোকেট বেলালকে এ লাখ ৫০ হাজার,লতিফ ব্রিকস মালিক বাহার মোল্লাকে ১ লাখ ৫০ হাজার ও পাখি ব্রিকস মালিক আশরাফুজ্জান রাসেলকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


এসময় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ-জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মুজাফফর হোসেন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে
সেনাবাহিনীর রামগতি ক্যাম্পের সার্জেন্ট মো. বিল্লাল হোসেন, থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমানসহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা
আরও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ-জামান বলেন, ভাটাগুলোর অবৈধ কার্যক্রম বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

0Shares

শেয়ার করুন