
লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে
এক ব্যবসায়ীর বসতঘরে পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার(১১ মার্চ) ইফতারের আগে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাইদল হক মাঝি বাড়ির সুমনের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সুমন হাজিরহাট বাজারের একজন কাপরের ব্যবসায়ী।
ক্ষতিগ্রস্তদের দাবি এ ঘটনায় নগদ অর্থ, মালামাল,স্বর্ণালংকার ও বসতঘরসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ারসার্ভিসের ২ টি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বলেন, বিকাল সাড়ে ৫ টার দিকে রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
পরে কমলনগর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে বসতঘরসহ ঘরে থাকা সকল মালামাল, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এ অগ্নিকান্ডের ঘটনায় নগদ অর্থ, মালামাল ও বসতঘরসহ তাদের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিম রাকিবুল হাসাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের চেষ্টায় দ্রুতসময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি আরো জানান।