শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৪১

যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন ষড়যন্ত্রের শিকার দাবী করে সাবেক ছাত্র নেতাদের সংবাদ সম্মেলন

11Shares

আসাদুজ্জামান বাদল: নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমন ষড়যন্ত্রের শিকার বলে দাবী করেছে নরসিংদীর সকল সাবেক ছাত্র নেতৃবৃন্দ। রবিবার (৯ মার্চ) দুপুরে নরসিংদী জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবী করেন জেলায় প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে বর্তমান দায়িত্বর ছাত্রদল নেতারা, এতে লিখিত বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক ছাত্র নেতা একেএম গোলাম কবির কামাল বলেন, নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমন একজন পরিক্ষতি সাবেক ছাত্র নেতা। ছাত্রদল, যুবদল, জেলা বিএনপির গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করা স্বচ্ছ রাজনীতিবীদ হিসেবে পরিচিত। সম্প্রতি স্টেশন মাস্টার এটিএম মুছাসহ আওয়ামীলীগের দোসররা পরিকল্পিতভাবে সুমনকে হেয় প্রতিপন্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলশ্রুতিতেই তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করায় ফলে কেন্দ্রীয় ভাবে তাকে যুবদলের শহরের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। মুলত স্টেশন মাস্টার মুছা কর্তৃক স্টেশনে মাদক, ছিনতাইসহ অপরাধ রাজ্যের বিরোধিতা করায় তাকে বহিস্কার হতে হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী দোসরদেরকে স্টেশন থেকে প্রত্যাহারসহ সুমনের দলীয় পদ ফিরে পেতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা ভিপি জলিল,যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা এড আব্দুল বাছেদ ভুইয়া ও নরসিংদী সরকারি কলেজের ছাত্রদল থেকে নির্বাচিত সাবেক ভিপি জিএম এজিএম বর্তমান ছাত্রদল সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

11Shares

শেয়ার করুন