
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় লক্ষ্মীপুরের কমলনগরে দোয়া ও ইফতার মাহফিল করেছে বিএনপি।
উপজেলার চর লরেন্স ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা বিএনপির সদস্য ও চরলরেন্স ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরে আলম মোর্শেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, যুগ্ন -আহবায়ক এম দিদার হোসেন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মাওলানা ইউসুফ পাটোয়ারী, সদস্য সচিব আবু ছায়েদ দোলন,উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক জাফর আহমেদ ভুইঁয়া, উপজেলা কৃষক দলের সভাপতি মো.আজাদ উদ্দিন, উপজেলা তাতীদলের আহবায়ক নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক উপজেলা সদস্য ডা. মাকছুদুর রহমান, চর লরেন্স ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাহাদাত হোসেন ভাসানী, যুবদল নেতা নিজাম উদ্দিন ভুঁইয়া, ৩ নং চর লরেন্স ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগম প্রমুখ। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
রমজানের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ অব্যাহত রেখেছে উপজেলা বিএনপি । গত ৫ আগস্ট ছাত্রদল, যুবদল ও ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ জনগণের অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে প্রিয় নেতা তারেক রহমান। আমি মনে করি, প্রিয় নেতা তারেক রহমানের হাত ধরেই গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ।
এম/এস/কে/এএ