শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:৫১

প্রতিপক্ষের মিথ্যা মামলা ও হযরানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

0Shares

মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি: মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে শফিউর রহমান ও তাঁর পরিবার আজ শনিবার রাজারহাট উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে শফিউর রহমান জানান আমি ও আমার ছোট ভাই সুমন দীর্ঘ ১৮ বছর ধরে লিবিয়ায় কর্মরত আছি। একই গ্রামের স্থায়ী বাসিন্দা আরিফুজ্জামান আরিফ আমার ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করে সোহেল, আতাউর,মামুন নামের তিন ব্যক্তিকে বৈধ উপায়ে লিবিয়ায় আমার কাছে পাঠায়।পরবর্তীতে আমার কাছে লিবিয়ায় কর্মরত থাকা অবস্থায় এই তিন ব্যক্তি অন্য কারো প্ররোচিত হয়ে ইতালির উদ্দেশ্য রওনা হলে সাগর পথে জলদস্যুর হাতে জিম্মি হয়। পরে জলদস্যুরা আটককৃত ব্যক্তিদ্বয়ের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে জনপ্রতি ৫ লক্ষ টাকা।আটককৃত পরিবারের সদস্যরা তৎকালীন রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামানকে জানালে উনি শফিউরকে তুলে নিয়ে আসার পরামর্শ দেন। পরর্বতীতে আবুনুর জোর পূর্বক শফিউরের পরিবারের কাছ থেকে ১৫ লক্ষ টাকা আদায় করে ঐ টাকা মুক্তিপণ হিসাবে শফিউরের ভাই শাহজাহান আলীর মাধ্যমে পাঠিয়ে দেন জলদস্যুর নিকট। রাজারহাট বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন জানান প্রতিপক্ষ আওয়ামী সরকারে প্রভাবে জোর জবরদস্তি করে ১৫ লক্ষ টাকা আদায় করে নেন। পরবর্তীতে মুক্তিপণের মাধ্যমে খালাস পেয়ে আটককৃত ব্যক্তিরা পুনরায় লিবিয়ায় শফিউরের নিকট গিয়ে কাজ চালায়। কাজ শেষে প্রবাস ফেরত সোহেল রানা বাদী হয়ে শফিউরসহ তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।যাহার মামলা নং৩/২৫. শফিউর রহমান অভিযোগ করেন মামলাটি কোন প্রকার তদন্ত ছাড়াই রাজারহাট থানার এস.আই সৈয়দ আলী রের্কড করেন।পুলিশ শফিউরের ভাই শাহজাহান আলীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।পরবর্তীতে মামলার চারসিট ৩১ শে জানুয়ারি ২০২৫ তারিখে আদালতে প্রেরণ করেন। শফিউর ও তাঁর পরিবার এই মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

0Shares

শেয়ার করুন