
মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি: অধিকার, সমতা, ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার যাএাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আজ দুপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালন করা হয়।উক্ত আন্তর্জাতিক নারী দিবস পালনের আয়োজন করেন আন্তর্জাতিক দাতা সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। নারী দিবস পালনে স্বাক্ষরতা ক্যাম্পেইন,নারীদের বাস্তব জীবনের চিএ এবং অভিজ্ঞতা, সফলতার গল্প নিয়ে আলোচনা করা হয়। এসময় যাএাপুর গুড নেইবারস বাংলাদেশ সমবায় সমিতির সভাপতি নিশিতা আক্তার নাজমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাএাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাএাপুর ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল, প্যানেল চেয়ারম্যান রিপন মিয়া,গুড নেইবারস বাংলাদেশ প্রোগ্রাম অফিসার বাবু মন্ডলসহ প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল গফুর জানান এই বিশ্বে যা কিছু আছে তাঁর প্রত্যেক ক্ষেত্রে নারীর অবদান অতুলনীয়। গুড নেইবারস বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল জানান বর্তমানে নারীরা প্রতিটি ক্ষেএে সফল ভাবে এগিয়ে যাচ্ছে।