শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৫৬

কমলনগরে আল্লামা খালেদ সাইফুল্লাহ ফাউন্ডেশনের কমিটি গঠন

0Shares

হযরত হাফেজ্জী হুজুর (রহঃ) এর জামাতা-খলিফা ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব হুজুরের জীবন কর্ম সংরক্ষণ ও সামাজিক কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে “সবার জন্য উম্মুক্ত, মানবসেবায় নিয়োজিত ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আল্লামা খালেদ সাইফুল্লাহ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

(১৫ ফেব্রুয়ারী) শনিবার দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের আউলিয়ানগরে আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব হুজুরের বাড়ীর দরজায় আয়োজিত তিনদিন বাপী তালিমী ইজতেমার শেষ দিনে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় দুটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব হুজুরের খলিফা ও দেশের বিশিষ্ট আলেমদের সমন্বয়ে ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে রায়পুরের জামিয়া কারীমিয়া মোহাম্মদীয়া মাদরাসার মুহতামিম মাওলানা আ.হ.ম.নোমান সিরাজীকে সভাপতি ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুফতী নুরুল্লাহ খালিদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভায় ফাউন্ডেশনের কার্যক্রমকে দেশব্যাপী প্রসার ঘটাতে ঢাকা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, ময়মনসিংহ নরসিংদী ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা ভিক্তিক জিম্মাদার নিয়োজিত করা হয়। তালিম, খেদমত ও তাযকিয়া এই তিন বিষয়ের উপর কার্যক্রম পরিচালনা করবে ফাউন্ডেশনটি।

 

0Shares

শেয়ার করুন