রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১:২৯

কমলনগর উপজেলা নির্মাণ শ্রমিক সমবায় সমিতির আত্মপ্রকাশ

57Shares


লক্ষ্মীপুরের কমলনগরে ঘর বাড়ি  (ইমারত) নির্মাণ শ্রমিকদের সমন্বয়ে “নির্মাণ শ্রমিক সমবায় সমিতি” নামে একটি সমিতির আত্মপ্রকাশ হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার করইতলা বাজার যুগান্তর কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।  এরআগে ৭ (ফেব্রুয়ারী) শুক্রবার হাজিরহাট পালকি কমিউনিটি সেন্টার হলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে উপজেলায় কর্মরত অন্তত পাঁচ শতাধিক নির্মাণ শ্রমিক উপস্থিত ছিলেন।
সমিতির নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী ১২ জনের উপদেষ্টা প্যানেল গঠন করে এতে হুমায়ুন কবিরকে (কন্টাক্টর) সভাপতি ও  নুর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কার্যকরী কমিটির ঘোষণা করা হয়।  কমিটির অন্যন্যরা হলেন, মো. মফিজ উল্যাহ (সহসভাপতি) মো. জাহাঙ্গীর আলম (সহসভাপতি), মো. রিয়াজ (সহসাধারণ সম্পাদক) আবদুল মালেক (সাংগঠনিক সম্পাদক),  মো. মফিজ উল্যাহ (সহসাংগঠনিক সম্পাদক), মো. দিদার হোসেন (দপ্তর সম্পাদক), মো. জমির আলী (অর্থ বিষয়ক সম্পাদক), হেলাল উদ্দিন (প্রচার সম্পাদক) মাহফুজুর রহমান ও বেলাল হোসেন (নির্বাহী সদস্য) মো. নুরনবী,  মো. করিম ও মোসলেহ উদ্দিনকে সাধারণ সদস্য করা হয়েছে।

উল্লেখ্য : কমলনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় অন্তত ২০জন ঠিকাদার (কন্ট্রাক্টর)  প্রায় পাঁচ শতাধিক নির্মাণ শ্রমিকদের নিয়ে মানুষের ঘর বাড়ি ও ইমারত তৈরির কাজ করে আসছেন।  নিজেদের মধ্যে ঐক্য ও কাজের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এ সমিতি গঠন করা হয়েছে।

57Shares

শেয়ার করুন