রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১:১১

১১কোটি টাকা নিয়ে উধাও হলেস্টিক হোম বিল্ডার্স লিমিটেড রিয়েল এস্টেট কোম্পানি নামের প্রতিষ্ঠান

0Shares

ষ্টাফ রিপোর্টার : ঢাকা উত্তরায় হলেস্টিক হোম বিল্ডার্স লিমিটেড রিয়েল এস্টেট নামে একটি কোম্পানি খুলে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১১কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে মর্মে গুরুতরো অভিযোগ পাওয়া গেছে।

ভূক্তভোগী ও একাধিক সূত্রমতে, উল্লেখিত কোম্পানীর   হায়দার কবির মিঠুন ডিএমডি,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও শহিদুল ইসলাম ইমন সিনিয়ার এক্সিকেটেড মার্কেটিং নামে দুই ব্যক্তির বিরুদ্ধে বিপুল পরিমান টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এরা মানুষকে ১ লাখে ৩ হাজার টাকা লাভ দিবে বলে লোভ দেখিয়ে বলে যে তোমাদের টাকা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় জমি,ফ্লাট, বাড়ি ক্রয় করব এবং এই ব্যবসার লাভের টাকা দিয়ে তোমাদেরকে ৩৩ মাসের প্রকল্পের মাধ্যমে আমরা তোমাদের বিনিয়োগের টাকা লাভসহ ফেরত দেব। প্রতি মাসে তিন হাজার টাকা লাভ ও আসল তিন হাজার টাকাসহ মোট ছয় হাজার টাকা প্রতি মাসে গ্রাহকদের ফেরত দেব এবং ৩৩ মাসে পুরো টাকা পরিশোধ করব।

এইভাবে লোভ দেখিয়ে বিনিয়োগকারী জাহাঙ্গীর ২৭লাখ, ইউনুস হাওলাদার ২৪লাখ, আফিফা আক্তার দোলার ১৬ লাখ, নুরুল ইসলাম ২৮লাখ, কবির,তানিয়া, মুন্নী, সারমিন ১৯লাখ সাহিনুর,বাহাদুর,১২লাখ, ইকলাস ৭লাখ, আব্দুর রহমান ১২ লাখ সহ আরো অনেক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই দুই ব্যক্তি।

ভুক্তভোগীরা জানান তারা প্রথমে মানুষের বিশ্বাস অর্জনের জন্য প্রতি মাসে বিনিয়োগকারী গ্রাহকদের ৬ হাজার টাকা করে প্রদান করেন,এইভাবে তিন চার মাস চলতে থাকে এবং তাদের ফাঁদে পড়ে অনেক বিনিয়োগকারী ব্যবসার জন্য যখন কোটি কোটি টাকা বিনিয়োগ করেন তখন তারা টাকা নিয়ে উদাও হয়ে যায়।

ভুক্তভোগীরা বলেন আমরা প্রথমে বুঝতে পারিনি যখন তিন চার মাস টাকার দেওয়ার পর টাকা দেওয়া বন্ধ করে দেয় তখন আমরা তাদের উত্তরা সেক্টর ৪ রোড ১৬, দারুল আজাহার মাদ্রাসা উপরে তিনতলা অফিসে যোগাযোগ করতে যায় তখন দেখি তাদের অফিসে তালা ঝুলানো, তাদেরকে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করে ফোনে পাওয়া যায়নি। তখন ভুক্তভোগী সবাই খোঁজ নিয়ে জানতে পারে তারা সবার টাকা নিয়ে নিজের নামে বিভিন্ন জায়গায় জমি, ফ্ল্যাট কিনে রেখেছে এবং তারা টাকা ফেরত দেওয়ার ভয়ে লুকিয়ে রয়েছে।কোম্পানির ডি,এমডি হায়দার করিব মিথুন ফায়দাবাদ চৈয়ারিরটেক দক্ষিন খান উত্তরা ঢাকা বসবাস করেন। বাবার নাম হাজী হুমায়ুন কবির, মা হামিদা বেগম। আরেকজন উওরা ৮ নং সেক্টর আদমআলী মার্কেটে প্রেন্স ভিলা দু তলায় ঐ কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শহিদুল ইসলাম ইমন নিজের নামের একটি ফ্লাটে বসবাস করেন।তাদের নামে একাধিক মামলা রয়েছে, তাদের ব্যাংক ও সম্পদ জব্দ করে সরকার গ্রাহকদের টাকা পরিশোধ এবং তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্তা করার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

বি:দ্র: বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে

0Shares

শেয়ার করুন