রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১২:৪২

মুন্সীগঞ্জের চাঠাতিপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দীরের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা

0Shares

টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ) সংবাদদাতা :  মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে চাঠাতিপাড়া একটি শান্তিপূর্ণ গ্রাম। এই গ্রামের বৈদ্যবাড়িতে প্রায় ৫০-৬০ টি হিন্দু পরিবাস বসবাস করে। মোট হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় দুইশত। হিন্দু ‍মুসলিম সম্প্রীতিও লক্ষণীয়।

কিন্তু অতিসম্প্রতি এই গ্রামের বাসিন্দা হাজী বিল্লাল বেপারীর বড় ছেলে আউয়াল হোসেন বেপারীর আগ্রাসী দৃষ্টিভঙ্গির কারণে এই গ্রামের হিন্দু ধর্মাবলম্বী বাসিন্দাদের মনে আতংক বিরাজ করছে। বৈদ্যবাড়ির দক্ষিণপাশে রয়েছে মন্দির। আউয়াল হোসেন বেপারী দীর্ঘদিন ধরে এই মন্দিরের জায়গা দখল করার পাঁয়তারা করে আসছে। বিভিন্ন জাল জালিয়াতির মাধ্যমে মন্দিরের জমির কিছু অংশ এবং হিন্দুদের অনেকের জমি সে জোর জবরদস্তিমূলক নিজ দখলে নিয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অনেকে মারধরের স্বীকার হয়েছে। গ্রামবাসীর বাধার মুখে সে নিবৃত্ত হলেও গভীর রাতে বালুভরাট করে তাকে মন্দিরের জায়গার পাশ দিয়ে রাস্তা তৈরি করতে দেখা গেছে। এলাকার কিছু মাস্তান ও সন্ত্রাসীর সহযোগিতায় এ ধরনের কর্মকান্ড পরিচালনা করছে বলে প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে হিন্দু ধর্মাবলম্বীদের অনেক সম্পতি আউয়াল হোসেন বেপারীর অবৈধ দখলে চলে যাবে বলে আশংকা করছে ভুক্তভোগীরা।

0Shares

শেয়ার করুন