রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১২:০১

ইসলামপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পাঁয়তারা

2Shares

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা আদর্শ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ১৬ জানুয়ারি/২৫ একই এলাকার জাকির হোসেন ও জসীম উদ্দীনগংদের নেতৃত্বে নিম্ন জমির তফসিল বর্ণিত মৌজা পচাবহলা,সিএস খতিয়ান নং- ৩৩৩,সিএস দাগ-১২১০,আর ও আর খতিয়ান-৪৩০,আর ও আর দাগ-১২১০ জমির পরিমাণ ১একর ২৮ শতাংশের মধ্যে ৬৪ শতাংশ জমি দখলের পায়তারা চলছে। ভূক্তভোগী নিরীহ কৃষক মধুমোল্লা জানান,আমাদের বাপ-দাদার রেখে যাওয়া পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিবাদীগন বিভিন্ন সময় অন্যায় ভাবে আমাদের জমি দখল করার পাঁয়তারা সহ হুমকি ধামকি দিয়ে আসছে। আমার বড় ভাই সাধু মোল্লা বাদী হয়ে বিজ্ঞ সহকারী জজ আদালত ইসলামপুর জামালপুর মোকাদ্দমা ১২০/২০১৯ মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত ওই জমির উপর নিষেধাজ্ঞা জারি করলে বিবাদীগণরা নিষেধাজ্ঞা অমান্য করে তারা হাল চাষ করতে যায়। গত ২৬ জানুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায় বিবাদীগণ ওই জমিতে চাষাবাদ করতে গেলে দাবীকৃত জমির মালিক মধু মোল্লা বাধা দিলে তাদের বাধা উপেক্ষা করে জমিতে সেচের পানি নেওয়া ও হাল চাষ শুরু করেন। এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান বাদী এবং বিবাদী দুই পক্ষের অভিযোগ আমরা পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।

2Shares

শেয়ার করুন