শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:২৫

রামগতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

29Shares

 লক্ষ্মীপুরের রামগতিতে বৈষম্যবিরোধী ছাত্র আদোলন রামগতি উপজেলা শাখার পক্ষ থেকে মেঘনা নদীর ভাঙ্গণ কবলিত হতদরিদ্র ও শীতার্তদের মাঝে উপহারের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হাজিগঞ্জ বাজার ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা মাঠে কয়েকশত শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বৈষম্যবিরাধী ছাত্র আদোলনের উপজেলা সমন্বয়ক মিনহাজুল ইসলাম রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বৈষম্যবিরাধী ছাত্রআন্দোলন কেদ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছাত্রনেতা মো. রাকিব।

বিশেষ অতিথি ছিলেন, বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ঢাকা কলেজের তরুন ছাত্রনেতা মো: ইমরান নজির, ঢাকা মহানগর ছাত্রনেতা আশিকুর রহমান নাঈম, ছাত্র অধিকার পরিষদের চট্রগ্রাম বিভাগীয় নেতা সৈরভ গাজী, জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার সহ সভাপতি আবদুল হামিদ, কিন্ডার গার্টেন শিক্ষক ও সমাজসেবক সাইফুল ইসলাম, জেএসডি ছাত্রলীগ নেতা আলাউদ্দিন, বিশিস্ট ব্যবসায়ী আবু তাহের। এছাড়া উপস্থিত ছিলেন, ছাত্রনেতা নেয়ামুল হাসান সহ ইব্রাহিম, আকবর, তানজিদ ও শামীম প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা রাকিব বলেন, জীবন দিয়ে, রক্ত দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে সবার সম অধিকার নিরাপদ বাসযোগ্য দেশ, ভাত-ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। লুটপুট খাওয়ার জন্য নয়। দেশ নিয়ে নানামূখী দেশী বিদেশী ষড়যন্ত্র হচ্ছে । তাই সকলকে সজাগ থাকতে হবে। ইনশাল্লাহ্ আমরা এদেশের মানুষের সার্বিক মুক্তির জন্য যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তত রয়েছি। তাই আগে দেশ মেরামত বা সংস্কার পরে নির্বাচন।

29Shares

শেয়ার করুন