
লক্ষ্মীপুরের কমলনগরে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হারুন মোল্লাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় উপজেলার করইতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
হারুন চর লরেন্স ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কোম্পানি রাস্তার মাথার আবদুল হাশিম প্রকাশ মুন্সি ড্রাইভারের ছেলে। কমলনগর থানার উপপরিদর্শক ( এএসআই) মো. দেলোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সুত্রে জানা যায়, গ্রেফতার হারুন মোল্লা কমলনগর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০২০ সালের (জিআর ১০৫/২০) একটি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও পাঁচশত টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি। সে এতোদিন ধরে আত্মগোপনে ছিল।
এলাকায় আসার গোপন তথ্য পেয়ে রবিবার সন্ধ্যায়
করইতলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, এএসআই দেলোয়ার ও সঙ্গীয় ফোর্স আরজুর প্রচেষ্টায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হারুনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।