
আলম খান : শিবপুর উপজেলা পুরানদিয়া বাসস্ট্যান্ড যুব সমাজের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত, উক্ত খেলায়, প্রধান অতিথি ছিলেন সদস্য, শিবপুর উপজেলা বিএনপি, মো:জহিরুল হক মোল্লা (শাহিন),১নং ওর্য়াড, পুটিয়া ইউনিয়ন বিএনপি, সভাপতি: মো:মোয়াজ্জেম হোসেন মোল্লা সভাপতিত্বে করেন। উদ্ধোধক করেন, জিএম ডেলটা লাইফ ইন্সুরেন্স লি: ও পুটিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, প্রধান পৃষ্ঠপোষক, তামান্না ডেন্টাল কেয়ার, মাধবদী, প্রধান পৃষ্ঠপোষক :আলহাজ্ব মো:কামাল হোসেন, সহ-সভাপতি :মো:স্বপন ভূইয়া, যুগ্ম আহবায়ক, শিবপুর উপজেলা যুবদল। সার্বিক তত্ত্বাবধানে :মো:আব্দুল হক মোল্লা, ম্যানেজার প্রাইম ব্যাংক,ভৈরব শাখা, প্রধান মেহমান : মো:মাহমুদুল হাসান (মিলন), ম্যানেজার, প্রভিটা ফিড, নরসিংদী জেলা। বিশেষ মেহমান : মো:আলমগীর হোসেন, সমাজ সেবক, বাজনাব, মো:রুহুল আমিন ভূইয়া, প্রচার সম্পাদক, শিবপুর উপজেলা শ্রমিক দল। আলামীন একাদশ ০৩ বনাম লিমন একাদশ ০১ আলামীন একাদশ ৩-১ গোলে জয় লাভ করেন। বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ সময় প্রধান অতিথি, সদস্য, শিবপুর উপজেলা বিএনপি, মো:জহিরুল হক মোল্লা (শাহিন), একমাত্র খেলাধুলা যুব সমাজ কে মাদক থেকে দূরে রাখতে, জাতি কে সু-শিক্ষিত করে তুলতে পারে।