শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৫৯

কমলনগরে ধান কাটার মেশিনে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

আরও পড়ুন

24Shares


লক্ষ্মীপুরের কমলনগরে ধান কাটার মেশিনের (হারভেস্টর) নিচে পড়ে মো. রিজবান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার  সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ঘাতক চালক ইমন পালিয়ে গেছে।
শিশু রিজবান ওই এলাকার বাকপ্রতিবন্ধি আলী হোসেনের ছেলে। রিজবানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, মো. ইমন নামের এক চালক  (ধান কাটা মেশিনের)  বুধবার সন্ধ্যায় স্থানীয় এক কৃষকের জমির ধান কাটা শেষে চরজাঙ্গালিয়া গ্রামের শিশুটির বাড়ির দরজা দিয়ে হারভেস্টার মেশিন নিয়ে যাচ্ছিলেন। এসময় শিশুটি বাড়ি থেকে দৌড়ে এসে চাকায় পৃষ্ট হয়।

পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
শিশুটির খালা মোবাশ্বেরা খাতুন জানান, ধান কাটা মেশিনটি বাড়ির দরজা অতিক্রমকালে হর্ণ না বাজানোর কারণে শিশুটি না বুঝে দৌড়ে গিয়ে দূর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। শিশুটির মৃত্যুর জন্য হারভেষ্টার মেশিনের চালককে দায়ী করেছেন তিনি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুল ইসলাম জানান.,ধান কাটা মেশিনের চাকায় পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন তিনি।  বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

24Shares

শেয়ার করুন

আরও পড়ুন

এ সম্পর্কিত আরো