শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:২৯

রামগতির শ্রী শ্রী বুড়াকর্তা আশ্রমের কমিটি গঠন

আরও পড়ুন

35Shares

লক্ষীপুরের রামগতিতে ঐতিহ্যবাহী শ্রী শ্রী বুড়াকর্তার আশ্রম পরিচালনার কমিটি গঠিত হয়েছে।  শুক্রবার উপজেলার আশ্রম মন্দিরে এ কমিটি গঠন করা হয়।

এতে রত্ব দীপ পাল, সংকর মজুমদার, মৃনাল নাথ, উদয়ন মজুমদার, কিরিটি দাস ও শ্রীরাম চন্দ্র দাসকে উপদেষ্টা ও অপ্রতিদ্বন্ধী হিসেবে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার রামগতি উপজেলা প্রতিনিধি অপরুপ দাস  এবং সম্পাদক হয়েছেন প্রাণকৃঞ্চ দাসকে সম্পাদক ঘোষণা করা হয়।

এছাড়া ২৯ সদস্য বিশিষ্ট ওই কমিটির সহসভাপতি পদে ডাক্তার নিখিল চন্দ্রদাস, প্রবীরচক্রবর্তী (মরণচক্রবর্তী), এডভোকেট নারায়ন মজুমদার, মাস্টার সমরেশ চন্দ্রদাস ও মানিক চন্দ্র দাস, যুগ্মসম্পাদক- রুবেল চন্দ্র দাস ও অরবিন্দ দাস, সাংগঠনিক সম্পাদক- রতন চন্দ্র দাস, প্রচার সম্পাদক সংগত চন্দ্র দাস, মহিলা সম্পাদিক গীতা রানী দাস রয়েছেন ।

উক্ত কমিটিকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অভিনন্দন জানান।

সম্মানিত সদস্যরা হলেন- বাবু তাপস চন্দ্র দাস, অজয় চন্দ্র দাস, অমরচক্রবর্তী, সমরেশ দাস, নিদুল চন্দ্র দাস,রাজিব চন্দ্র দাস, কৃত্তিবাস চন্দ্র দাস, প্রণয় দাস, মনন চন্দ্র দাস, অভিজিৎ চন্দ্র দাস, দীপন চন্দ্র দাস, স্বরুপ দাস, সম্ভু চন্দ্র দাস, সুমন চন্দ্র দাস, মান্না দাস ও জনি দাস।

কমিটিকে শুভেচ্ছা জানান, রামগতি পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শাহেদ আলী পটু ও রামগতি উপজেলা রিপোটার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি মুছাকালিমুল্লাহ ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ধনু।

35Shares

শেয়ার করুন

আরও পড়ুন

এ সম্পর্কিত আরো