বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৫৮
4Shares

রাজধানীতে জমকালো আয়োজনে টপ পারফর্মার অ্যাওয়ার্ড বিতরণ

শাহবাজ খান মাশফি,, ঢাকা: দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২২ জন আলোকিত ব্যক্তিকে “টপ পারফর্মার অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করে দেশের শীর্ষ স্থানীয় সামাজিক ও অরাজনৈতিক সংগঠন নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ। ৩০ জুন, রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনের সভাপতি কামার আফজা লিজার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী মোঃ মাসুদ রানার পরিচালনায় এক জমকালো আয়োজনে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী ও বিএলডিপি’র চেয়ারম্যান আলহাজ্ব এম. নাজিম উদ্দীন আল আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষাবিদ প্রফেসর ডঃ মোঃ কামাল উদ্দিন আহম্মেদ, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আনিসুজ্জামান, দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মাকসুদেল হোসেন খান মাকসুদ, নারী উদ্যোক্তা ও নাবিহা এক্সপ্রেসের চেয়ারম্যান সেলিনা চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক এস.এম আমানুল্লাহ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানীর ইভিপি খান শাহ আলম, রিয়া ফ্যাশনের এমডি আব্দুল্লাহ আল মামুন, স্কাই ফ্লোরা লিমিটেডের এমডি সাজিদ খান, দোহার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শামীমা রহিম শিলা।

পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন, সাংবাদিকতায় মাকসুদেল হোসেন খান, শিক্ষা বিস্তারে সামসুন্নাহার লস্কর ও আরজু খান, আলোকচিত্রী হিসেবে মেহেদী হাসান অপূর্ব, সাহিত্যকর্মে খান শাহ আলম, আবৃত্তি ও উপস্থাপনায় সৌখিন আজিজ, সংবাদ উপস্থাপনায় রাবেয়া ইসলাম স্নেহা, গণমাধ্যমে জে.আই খান আরিয়ান, সমাজ উন্নয়ন কর্মী হিসেবে মোঃ নজরুল ইসলাম, টিভি অভিনেতা হিসেবে সাঈদ শুভ্র, অভিনয়ে বিশেষ অবদানের জন্য সায়েম সামাদ ও ইকবাল শাহ, আর্ট এন্ড ফোটোগ্রাফিতে জেরীন আফিয়া জিদনী, মডেলিংয়ে সানারাই দেবী সানু, আবৃত্তিতে সবুজ রায়, সমাজ সেবায় শামিমা রহিম শিলা ও আব্দুল আলীম আরাফাত, ওইমেন এন্টারপ্রেনার সালমা সুলতানা, পোশাক শিল্পে নারী উদ্যোক্তা মাহফুজা শিউলি, ব্যবসা- বাণিজ্যে বিশেষ অবদান রাখায় পদকপ্রাপ্ত হন সাজিদ খান, আব্দুল্লাহ আল মামুন ও সেলিনা চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা দেশ থেকে দুর্নীতি দূর করার নানা কৌশল তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দেশে সুষ্ঠু ও জবাবদিহি প্রশাসনের জন্য সবার আগে অবাধ ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা বিধানের আহ্বান জানান। বাংলাদেশে সঠিক ভোটাধিকার প্রয়োগ নীতি এবং ক্ষমতায় থাকাকালীন জবাবদিহিতা না থাকায় বারবার স্বৈরতন্ত্রের উপস্থিতি ঘটেছে বলে মনে করেন বক্তারা। বর্তমান সরকারকে এ থেকে স্থায়ী সমাধানের পথ খোঁজার আহ্বান জানান তারা। বক্তারা বর্তমান সরকারের সংস্কার নীতি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

4Shares

শেয়ার করুন