শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৫০

২৫ দিন ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

62Shares


লক্ষ্মীপুরে আরাফাত সুলতানা দিনার (৩০) নামে এক কলেজ শিক্ষার্থী গত ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার কোনো হদিস মিলছে না। ফলে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়ে পরিবারের মাঝে।

আরাফাত সুলতানা লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দস্তগীর আলম চৌধুরীর মেয়ে। তবে পরিবারের সঙ্গে নানার বাড়ি পৌর ৪ নম্বর ওয়ার্ডের মমতাজ ভিলায় বসবাস করতেন। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন।
আরাফাত সুলতানা নিখোঁজের ঘটনায় গত ২৮ মে তার ভাই আহাদুল ইসলাম আকাশ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এর আগে গত ২৫ জুন বিকেলে নানা বাড়ি থেকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আইডিয়াল কলেজ সংলগ্ন বাবার বাড়িতে গিয়ে নিখোঁজ হন তিনি। ২৫ দিনেও তার কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার মা হোসনেয়ারা আক্তার পারভীন ও নানি মমতাজ বেগমসহ পরিবারের সদস্যরা। তাকে উদ্ধারের দাবি জানিয়ে সোমবার (১৬ জুন) পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আরাফাত সুলতানা দিনার মা পারভীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে কোথায় আছে, আমরা জানি না। এতদিন হয়ে গেলো তাকে উদ্ধার করা যায়নি। পুলিশ যেন তাকে দ্রুত উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়।

তিনি বলেন, আমি আমার দুই সন্তান নিয়ে মায়ের বাসা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে থাকি। ঘটনার দিন বিকেল ৩টার দিকে আমাদের বাসা থেকে আমার মেয়ে তার বাবার বাড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অটোরিকশা যোগে যায়। পারিবারিক কাজে আমি তাকে পাঠিয়েছি। সে ওই বাড়িতে গিয়ে আবার রিকশাযোগে ওই বাড়ি থেকে বের হয়। কিন্তু এরপর থেকে বাড়ি ফিরে আসেনি। তার পর থেকে সে নিখোঁজ হয়।
সহকারি পুলিশ সুপার (সার্কেল) রেজাউল হক বলেন আরাফাত সুলতানা নিখোঁজের ব্যাপারে  আমরা কাজ করছি ,পুলিশ বিভিন্ন জাগায় খোঁজখবর রাখছে।

62Shares

শেয়ার করুন