বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১২:১৮

গাজীপুরের পুবাইল ৪১ নং ওয়ার্ডে আওয়ামী দুর্বৃত্তদের লকডাউন ঠেকাতে বিএনপির মহড়া

0Shares

কাজী শহিদ, গাজীপুর মহানগর : আজ ১৩ ডিসেম্বর আওয়ামী দুর্বৃত্তদের পরিকল্পিত লকডাউন প্রতিহত করতে গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দেওয়ান এর নেতৃত্বে পূবাইল বাস স্ট্যান্ড এলাকায় এক বিশাল মহড়া অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী বিক্ষোভ-মিছিল, স্লোগান ও মহড়ায় অংশ নেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী দুর্বৃত্তরা জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে “লকডাউন”-এর নামে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা হুঁশিয়ারি দেন— জনগণের ন্যায্য আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করলে তার জবাব রাজপথেই দেওয়া হবে। এ সময় ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দেওয়ান বলেন— “আমরা জনগণের দল, জনগণের অধিকার রক্ষার জন্য রাজপথে নেমেছি। কোনো অপশক্তি বা সন্ত্রাসী তৎপরতা আমাদের আন্দোলনকে থামাতে পারবে না। আওয়ামী দুর্বৃত্তরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের লকডাউন ও ভয়ভীতি প্রতিহত করব। জনগণ আজ জেগে উঠেছে, তারা আর কারও অন্যায়ের কাছে নত হবে না।” তিনি আরও বলেন, “বিএনপির প্রতিটি কর্মী এখন ঐক্যবদ্ধ। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।” মহড়ার পুরো সময়জুড়ে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও দৃঢ় মনোবল। স্থানীয় সাধারণ মানুষও রাস্তায় নেমে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

0Shares

শেয়ার করুন