রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুরে যুবদল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২নভেম্বর) বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু। উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সামিউল হক লাভলু,আলিনুর ইসলাম,হামিদুর রহমান মলিন,আবু সাঈদ খান লোহানী,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হক প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন,এই দিনটি জাতীয় বিপ্লব ও সংহতির এক গৌরবময় অধ্যায়। তাঁরা শহীদ রাষ্ট্রপতি,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,বাংলাদেশের রূপকার,স্বাধীনতার ঘোষক,বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।