রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরে ইসলামপুর পৌর বিএনপির উদ্যোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৯নভেম্বর) বিকেলে পৌর বিএনপির দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন পরিচালনা করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি মিজানুর রহমান শাহিন, একেএম শহিদুর রহমান,মাহমুদুল হাসান কবির মঞ্জিল, নূরে আলম মনি, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুর মাস্টার, পৌর বিএনপির সহ-সভাপতি ডা.শাহিনুর ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল,যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি সৈনিক-জনতার ঐক্যের প্রতীক হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক মাইলফলক হয়ে থাকবে। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।