মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:০০

ইসলামপুরে শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0Shares

রোকনুজ্জামানসবুজ জামালপুরঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের ইসলামপুর শওকত হাসান মিঞার উন্নয়ন কমিটির মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩নভেম্বর)বিকাল পৌরশহরে উওর দরিয়াবাদ সিদ্দিকের বাড়ী প্রাঙ্গনে আয়োজিত এই সমাবেশে পৌরসভার এক নং ওয়ার্ড থেকে প্রায় হাজারো নারী কর্মী অংশগ্রহণ করেন।  সমাবেশে প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শওকত হাসান মিঞা ভার্চুয়ালি বক্তব্যে রাখেন। ইসলামপুর শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি ওয়ার্ড শাখার সভাপতি সিদ্দিক শাহ ফকির সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলার শাখার সাধারণ সম্পাদক জালাল সরকার,সাংগঠনিক সম্পাদক মাছুদ করিম,অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার, মহিলা নেত্রী আলেমা বেগম,দুই নং ওয়ার্ডে সভাপতি রঞ্জু শাহফকির প্রমুখ। প্রধান অতিথি ভার্চুয়ালি বক্তব্য বলেন,যমুনা ও ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চলের এই প্রান্তিক মানুষগুলোর কষ্ট আমাকে নাড়া দেয়। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি সবসময় চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে। তিনি আরও বলেন,এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ইসলামপুরের সার্বিক উন্নয়নে তিনি সর্বদা কাজ করে যাবেন। আমি সবসময় অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যাবো। অনুষ্ঠানটি পরিচালনা করেন,ইসলামপুর শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক  ফরিদ মিয়া।  এ সময় উপজেলা ও পৌরশহরে উন্নয়ন কমিটি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0Shares

শেয়ার করুন