রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৪৯

ইসলামপুরে শিশু ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষকের গ্রেফতার দাবিতে মানববন্ধন

16Shares

রোকনুজ্জামান সবুজঃ “রুখতে ধর্ষণ,শুরু হোক গর্জন”এবং “আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই “স্লোগানে জামালপুরের ইসলামপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২নভেম্বর) সকালে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন,একজন শিক্ষক সমাজের আলোকবর্তিকা। কিন্তু প্রধান শিক্ষক শামীম যে জঘন্য অপরাধ করেছে, তা সমাজকে কলঙ্কিত করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই,যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়। বক্তারা আরও দাবি করেন,দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে শামীমকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এলাকাবাসীরা জানান, শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উল বাশার হাতে গত ২৮ অক্টোবর মঙ্গলবার উপজেলার গুঠাইল এলাকায় বাবুর বাড়ীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণে ঘটনায় ঘটে। ধর্ষণের এই ঘটনা শিশু ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত বিচার কার্যকর করার দাবি জানিয়েছেন তারা। ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান বক্তব্য বলেন,বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। স্কুলছাত্রী বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন মামলা নম্বর-২০। আসামীকে দ্রুত ধরার চেষ্টা চলছে।

16Shares

শেয়ার করুন