
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ গোলাম রব্বানী (দৈনিক নওরোজ) কে সভাপতি ও এস আর মানিক (দৈনিক বাংলাদেশের খবর/দৈনিক গণমুক্তি) কে সাধারণ সম্পাদক করে প্রেসক্লাব পীরগঞ্জের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সংগঠনটির শহীদ আবু ইসাহাক সড়কের নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবু সালেহ মোহাম্মদ সিহাব (শেয়ার বীচ), যুগ্ম সম্পাদক- কায়সার রেজা লাবণ্য (দৈনিক অপরাধ কন্ঠ), সাকিব আহসান (দৈনিক সকালের শিরোনাম), কোষাধ্যক্ষ- মোঃ আসাদুজ্জামান (দৈনিক বাংলাদেশ সমাচার), দপ্তর সম্পাদক- মোহাজারুল ইসলাম (ঠাকুরগাঁও সংবাদ), সাংগঠনিক সম্পাদক- সাইদুর রহমান (দৈনিক চাঁদনি বাজার), মনবাধিকার ও মহিলা বিষয়ক সম্পাদক- নাহিদ পারভিন রিপা (মুক্ত ভাষা), নির্বাহী সদস্য- রফিকুল ইসলাম (বাংলা বায়ান্নো), আসাদ (মায়া বাজার), রিপন আলী (দৈনিক ঘোষণা), হৃদয় ইসলাম (ঢাকা নিউজ এক্সপ্রেস), রফিকুল ইসলাম একুশ (প্রিমিয়াম নিউজ টোয়েন্টিফোর), আমজাদ হোসেন লিটন (প্রান্তিক খবর)। নবগঠিত কমিটিকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।





