প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের লসএন্জেলেসে “নোয়াখালী বিভাগ চাই” দাবীতে ক্যালিফোর্নিয়ায় প্রবাসীদের মানববন্ধন

শরীফুল হক : যুক্তরাষ্ট্রের লসএন্জেলেসে "নোয়াখালী বিভাগ চাই" দাবীতে প্রবাসী বাংলাদেশিদের প্রানের সংগঠন ক্যালিফোর্নিয়া নোয়াখালী বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উল্লেখিত মানববন্ধনে উপস্থিত মাইজদী সোনাপুর উপজেলার লালপুর গ্রামের অহংকার ও কৃতিসন্তান, তৎকালীন কুমিল্লা বোর্ড হতে পাওয়া গোল্ড মেডেল প্রাপ্ত সরকার ঘোষিত শ্রেষ্ঠ ছাত্রী শাহানারা বেগম রেখা।আরও উপস্থিত নোয়াখালী জেলার হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা সেখানে উপস্থিতি ছিলেন। মানববন্ধনে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বলেন , আমরা 'নোয়াখাইল্লা' বিভাগ চাই ,বিভাগ চাই "নোয়াখালী বিভাগ চাই"দাবীতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ক্যালিফোর্নিয়া শহর। বক্তব্য সংগঠনের নেতারা বলেন ,আমরা নোয়াখালী বাসী,আমাদের দীর্ঘদিনের আশা আকাংখা ,আমাদের নোয়াখালীকে বিভাগ করতে চাই। এটাই আমাদের চাওয়াপাওয়া।
Copyright © 2025 Jogajog Protidin. All rights reserved.