সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৩

কমলনগরে বন্ধুর স্ত্রীকে তুলে নিতে আসা আটক তিন যুবক কারাগারে

1Shares

লক্ষ্মীপুরের কমলনগরে রাতে স্ত্রীকে জোরপূর্বক তুলে নিতে আসেন হেলাল উদ্দিন নামের এক স্বামী। সঙ্গে নিয়ে আসেন তিন বন্ধুকে। স্ত্রীকে জোরপূর্বক তার আত্মীয়ের বাসা থেকে তুলে নেয়ার চেষ্টাকালে সে ডাকাত বলে চিৎকার দেয়। এসময় আশপাশের লোকজন ছুটে আসেন। তারাও ডাকাত ডাকাত বলে সোর-চিৎকার করতে থাকেন। একপর্যায়ে মসজিদের মাইকে গ্রামে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেন মুয়াজ্জিন।

পরে স্থানীয় তিনটি গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে ধাওয়া করে তিন যুবককে আটক করে। এতে এলাকায় ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে রাতে পুলিশ এসে আটক তিন যুবককে থানায় নিয়ে যান। এরআগে রবিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকার আবু মিয়ার সমাজের রফিক মিকারের বাড়িতে এমন ঘটনা ঘটে।
সোমবার সকালে আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।  আদালত তাদের কারাগারে পাঠায়।

গ্রেফতাররা হলেন, উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শহীদনগর এলাকার আবুল কাশেমের ছেলে মাইনউদ্দিন (২১), মো. কামাল হোসেনের ছেলে মো. ফরহাদ (১৯) ও রিপনের ছেলে ফারুক প্রকাশ (সুকু) (১৮)। তারা তিনজনই  পাশাপাশি বাড়ির বাসিন্দা। ও স্থানীয় কিশোরগ্যাংয়ের সদস্য বলে জানা গেছে।

জানা যায়,  রবিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে স্বামী হেলাল উদ্দিন তার অপর তিন বন্ধুকে সঙ্গে নিয়ে  স্ত্রীকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে  তুলে নেয়ার চেষ্টা চালায়। এসময় স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন ।

মুহূর্তেই ‘ডাকাত পড়েছে’ বলে চারদিকে সোর-চিৎকার শুরু হয়। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেন মুয়াজ্জিন। ঘোষণা শুনে শত-শত গ্রামবাসী একত্রিত হয়ে ধাওয়া করে তিন যুবককে আটক করেন। আটকের পর
তাদের স্বামী স্ত্রী উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছে বলে জানতে পারেন স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান,
স্ত্রীর বাবা চাইছেননা তার মেয়ে স্বামীর সঙ্গে সম্পর্ক রাখুক। যে কারণে তিনি জামাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা পর্যম্ত করেছেন। এরইমধ্যে স্ত্রী তার মামাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে আসেন।  সেখানে স্বামী ছুটে আসেন এবং তাকে তুলে নিতে চেষ্টা করেন। তারা আরও জানান, স্ত্রী’ই স্বামীকে খবর দিয়ে এনেছেন।  পরে কৌশলে ডাকাত বলে চিৎকার দিয়ে একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করেছেন। আর না যাচাই-বাছাই ছাড়াই গ্রামবাসী ডাকাত সন্দেহ করে যুবকদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন।

এবিষয়ে কমলনগর থানার ওসি (তদন্ত) কামরুল হাসান বলেন, তাদের স্বামী স্ত্রী উভয়ের মোবাইলে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এবিষয়ে আরও জানতে তদন্ত চলছে।

উল্লেখ্য :
রবিবার (২৬) অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার তিন নম্বর চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার আবু মিয়া সমাজের রফিক মিকারের বাড়ি থেকে তিন বন্ধুকে সাথে নিয়ে এসে স্ত্রীকে তুলে নেয়ার চেষ্টা করে হেলাল উদ্দিন নামের এক স্বামী। এসময় স্ত্রী ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। একপর্যায়ে মসজিদের মাইকে গ্রামে ডাকাত পড়েছে বলে  ঘোষণা দেন মুয়াজ্জিন। পরে গ্রামবাসীর ধাওয়ায় তিন যুবক আটক হয়। স্বামী হেলাল উদ্দিন কৌশলে পালিয়ে যায়।

1Shares

শেয়ার করুন