সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:১৬

রামগতিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে তানিয়া রব

0Shares

লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া
মুদি, ফার্মেসি, ফার্নিচারসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব।

রবিবার (২০ অক্টোবর) বিকেলে ঘটনাস্থল উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের  স্ল্যুইসগেট এলাকার
আলী আহাম্মদ মিয়ার বাজারে ছুটে গিয়ে এ পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির শিকার ব্যবসায়ীদের শান্তনা ও পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।  এছাড়া পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধরার আহ্বান জানানো হয়। এরআগে (১৮ অক্টোবর) রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৯টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনে মুদি, ফার্মেসি ও ফার্নিচারের দোকানসহ মোট ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. বেলাল, রিপন, বাবুল ও আকরাম বলেন, আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। জীবিকা বন্ধ হয়ে গেছে। এই দুঃসময়ে তানিয়া রব আমাদের পাশে দাঁড়িয়েছেন, খোঁজ নিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এতে আমরা অনেক খুশি হয়েছি।

0Shares

শেয়ার করুন