
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড চরজাঙ্গালিয়া গ্রামের সাবেক নারী ইউপি সদস্য জাহানারা বেগম জান্নার বসতঘরে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।
দীর্ঘ কয়েকবছর ধরে নিজ বসতঘরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারীদের এনে গোপনে পতিতাবৃত্তি চালিয়ে আসছিলেন তিনি।
রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা থেকে এক নারীকে নিয়ে এসে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা অবস্থায় হাতেনাতে ধরে ফেলে
গ্রামবাসী।
এসময় ঐক্যবদ্ধ জনতা ক্ষুব্ধ হয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
এঘটনায় এক নারী থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছেন বলে জানিয়েছেন ওসি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বসতঘরে অনৈতিক কার্যকলাপ চলছিল। স্থানীয়রা একাধিকবার নিষেধ করলেও অভিযুক্ত জাহানারা জান্না তা বন্ধ করেনি। প্রশাসনকে অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এরআগেও একই ধরনের অপরাধে ২০২০ সালে গ্রামবাসী তার বসতঘর জ্বালিয়ে দিয়েছিলেন বলে জানান সূত্রটি।
এবিষয়ে অভিযুক্ত জাহানারা জান্নার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়রা এক নারী পতিতার বসতঘরে অগ্নিসংযোগ করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।