0Shares

গোলাম রাব্বানী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : “সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যাল প্রতিরোধ করি” এ প্রতিবাদ্য নিয়ে এএমআর স্কুল সচেতনতা ও বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ঔষুধ প্রশাসন অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের আয়োজনে।
এতে উপজেলা নিবার্হী কর্মকর্তা রকিবুল হাসান, জেলা ড্রাগ সুপার রিফাত হোসেন, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ কামাল হোসেন, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পীরগঞ্জ উপজেলার সভাপতি ইলিয়াস আলী, ফার্মাসিস্ট এর উপজেলা আহব্বায়ক গোলাম রব্বানী, ওষুধ ব্যবসায়ী রুহুল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সময়োপযোগী আইন প্রণয়ন ও প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে গণমাধ্যম কার্যকরী ভূমিকার আলোচনা করা হয়।

0Shares