বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:১০

সরিষাবাড়ীতে সালিমা তালুকদার আরুনীর পথ সভা বৈঠকে হামলার চেষ্টা: নারীদের প্রতিরোধে পিছু হটল দুর্বৃত্তরা

0Shares

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সুযোগ্য কন্যা ও আসন্ন নির্বাচনে সরিষাবাড়ী-৪ আসনের সম্ভাব্য বিএনপি মনোনয়নপ্রার্থী সালিমা তালুকদার আরুনীর পক্ষে আয়োজিত এক পথ সভা বৈঠকে হামলার চেষ্টা চালায় প্রতিপক্ষের সমর্থকরা। ঘটনাটি ঘটে মঙ্গলবার(১৫অক্টোবর)সন্ধ্যায় মাগরিবের নামাজের পর চান্দুরমোড় এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,পথ সভা বৈঠক চলাকালীন সময়ে ফরিদুল কবির শামীম তালুকদারের পক্ষের কিছু লোক বৈঠকে প্রবেশ করে অংশগ্রহণকারীদের উদ্দেশে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ শুরু করে বৈঠকটি ভণ্ডুল করার চেষ্টা চালায়। স্থানীয় বিএনপির কয়েকজন পদধারী নেতা ও সহযোগী নেতাদের নামও এ ঘটনায় উঠে এসেছে। তাদের মধ্যে মুসা আব্দুল খালেক ও খালেক কানা ফিরোজ আলম সোহাগ,সোহেল মিয়া,আমির হামজা,লাল মিয়া,কলোনির হাই,ফারুক,মুসা নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। অভিযোগ রয়েছে,মুসা আগেই ঘটনাস্থলে উপস্থিত থেকে ফোনে যোগাযোগের মাধ্যমে আরও কয়েকজনকে ডেকে এনে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেন। তবে এলাকার সাধারণ মানুষ ও উপস্থিত নারীরা সাহসিকতার সঙ্গে তাদের প্রতিহত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দৃঢ় অবস্থানের মুখে হামলাকারীরা দ্রুত সরে যায়। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন,সালিমা তালুকদার আরুনীর জনপ্রিয়তা বাড়তে থাকায় একটি বিশেষ গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

0Shares

শেয়ার করুন