প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
আড়াইহাজারে চাঁদার টাকা নিতে এসে গণপিটুনী ইউপি সদস্য নিহত

মোঃ শরীফ ভূইয়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারের দাবীকৃত চাদার টাকার নিতে এসে প্রকাশ্যে দিবালোকে এলাকাবাসীর গনপিটুনীতে চিহ্নিত চাদাবাজ, মাদক ব্যবসায়ী ইউপি সদস্য সোহেল নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।নিহত, সোহেল বালিয়াপাড়া এলাকার মকবুল ছেলে। সে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিল।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য চিহ্নিত চাদাবাজ ও মাদক ব্যবসায়ী ব্যবসায়ী সোহেল এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিল। এদিকে গত কয়েকদিন ধরে বালিয়াপাড়া এলাকার শরীফ, সাইফুল ও তাদের বোন শাহিনুর বেগমের কাছে তাদের নির্মিত মার্কেট তৈরী করা বাবদ ৫ লাখ পাকা চাদা দাবী করে সোহেল। এদিকে গতকাল শাহীনুরের কাছে মুঠোফোনে ফের টাকা দাবী করলে তিনি সকালে বাড়ীতে এসে টাকা নেয়ার জন্য আসতে বলে।
সোমবার সকাল ৯ টারদিকে ইউপি সদস্য সোহেলসহ তার ৩ সহযোগী অস্ত্রসস্ত্র নিয়ে মার্কেটের মালিকদের বাড়ীতে প্রবেশ করে। এসময় তাদের সাথে হাতাহাতি হয় । এলাকাবাসী জানতে পেরে মসজিদের মাইকিং করলে বিক্ষুব্দ লোকজন ধাওয়া করে সোহেলকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার। এসময় পালিয়ে যায় বাকিরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ সোহেলের ব্যবহৃত একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরো জানান, নিহত সোহেলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় চাদাবাজি, মাদকসসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।তবে নিহতের স্বজনদের দাবী পূর্ব পরিকল্পিত ভাবে তাকে ডেকে এনে হত্যা করা হয়েছে।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে।এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 Jogajog Protidin. All rights reserved.