বুধবার, ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৭

ইসলামপুরে পুজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

0Shares

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে পুজা মন্ডপ পরিদর্শন করেছেন জামালপুর পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম সেবা।  রবিবার (২৮সেপ্টেম্বর) রাতে ইসলামপুর পোদ্দারপাড়া পূজামন্ডপ,রাধা গোবিন্দ জিউর মন্দির সহ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন,পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বদ্ধ পরিকর। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপনে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই। তবে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকান্ডে সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্যে প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ জানান। সর্বাত্তক সহযোগীতা আশ্বাস দিয়ে এবং স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও তৎপরতা থাকার নির্দেশ প্রদান করেন।  পরিদর্শনে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান,অফিসার ইনচার্জ আ.স.ম. আতিকুর রহমান, বিএনপি নেতৃবৃন্দ,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

0Shares

শেয়ার করুন