
মেহেদী হাসান তারেক : নরসিংদী জেলার শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের জনপদে হাজারো মানুষের ঢল নামে, আকাশে ভেসে উঠে ঐক্য আর শান্তির শ্লোগান। মানুষের চোখেমুখে ছিলো পরিবর্তনের আকাঙ্ক্ষা, আর সমবেত কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছিলো কল্যাণ রাষ্ট্র গড়ার আহ্বান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াজ উদ্দিন আখন্দ। তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ও জাকের পার্টির আদর্শ তুলে ধরে বলেন, “এই দেশ শান্তি ও ন্যায়ের পথে চলবে, তরুণ প্রজন্মকেই হতে হবে সেই পথের অগ্রদূত।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা উত্তর সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফয়সাল আব্দুল্লাহ। তিনি বলেন, “যুবসমাজকে সত্য, ন্যায় ও আলোর পথে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।” এছাড়াও বক্তব্য রাখেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট নরসিংদী-১ এর সভাপতি লোকনাথ দত্ত চৌধুরী, নরসিংদী-২ সভাপতি শাহাদাৎ হোসেন, জেলা যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক আবু বক্কর খান, স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি শাহাদাৎ হোসেন, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি রায়হান, শিবপুর উপজেলা সভাপতি আসাদুজ্জামান পাঠান, সাধারণ সম্পাদক ফাইজ উদ্দিন ভুইঁয়া, বজলু সিকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্টসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি জনসভাকে আরও প্রাণবন্ত করে তোলে। শেষে মিলাদ শরীফ ও দোয়া পরিচালনা করেন ঢাকা বিভাগ যুব ওলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক, মুফতী রায়হান মাহমুদ গাজীপুরী। তাঁর দোয়ায় উপস্থিত জনতা অশ্রুসজল হয়ে শান্তি, ন্যায় ও স্থিতিশীলতার জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেন। সাধারচরের আকাশে-বাতাসে প্রতিধ্বনিত হতে থাকে একটি বার্তা— “ঐক্যে আছে শক্তি, শান্তিতে আছে মুক্তি।”