
মেহেদী হাসান (শিবপুর) নরসিংদী : ১৬ সেপ্টেম্বর ২০২৫: মোহাম্মদ সুলতান উদ্দীন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে নরসিংদী-৩ শিবপুর উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জয়নগর ইউনিয়নের গিলাবের প্রাথমিক বিদ্যালয়, আয়ুবপুর ইউনিয়নের খলাপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং পুটিয়া ইউনিয়নের উত্তর কারারদী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু। ছাতা পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকরাও এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীরা প্রতিদিনই রোদ-বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয়ে আসে। এই ছাতা তাদের জন্য অনেক সহায়ক হবে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু বলেন, “শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের পড়াশোনার পরিবেশকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আমাদের সবার এগিয়ে আসা উচিত।”