
কাজী শহীদ : গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কয়ের ও খাতিয়া ব্রিজ এলাকায় আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫ ইং) বিকেল ৩টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি—মাদকমুক্ত সমাজ চাই ২০২৫। আয়োজনে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন শাহিন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ নৌ-বাহিনীর ক্যাপ্টেন মোঃ শহিদুল হক সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এডভোকেট সোলেমান মোল্লা, আহ্বায়ক সদস্য, গাজীপুর সদর উপজেলা বিএনপি মোঃ জাহাঙ্গীর আলম, আহ্বায়ক সদস্য, গাজীপুর সদর উপজেলা বিএনপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুউদ্দিন আহমেদ মোঃ মাজাহারুল হক কাজল, বিভাগীয় প্রধান, বিএসটিআই, সিলেট এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, নৌকা বাইচ শুধু বিনোদনের উৎস নয়; এটি গ্রামীণ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধক ক্যাপ্টেন মোঃ শহিদুল হক সোহেল বলেন— “নৌকা বাইচ বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রাণ। এ ঐতিহ্যকে ধরে রাখা মানে আমাদের শিকড়কে শক্ত করা। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে, কারণ মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়।” সভাপতি মোঃ মাজাহারুল হক কাজল বলেন— “আমরা যদি গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখি এবং পাশাপাশি পরিবেশ রক্ষায় এগিয়ে আসি, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনই এখন আমাদের প্রধান অঙ্গীকার হওয়া উচিত।” আয়োজক মোঃ শাহাদাত হোসেন শাহিন বলেন— “আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা শুধু বিনোদনের নয়, বরং সামাজিক দায়বদ্ধতার বার্তা দিতে চাই। নৌকা বাইচে ঐক্যের শক্তি যেমন প্রকাশ পায়, তেমনি বৃক্ষরোপণের মাধ্যমে জীবনের প্রতি ভালোবাসা জাগ্রত হয়। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।” স্থানীয় এলাকাবাসী এ আয়োজনকে ঐতিহ্য সংরক্ষণ ও মাদকমুক্ত সমাজ গঠনের ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।