স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর জেলার রায়পুরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর উপরে হামলা করার প্রতিবাদে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে I গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রায়পুর থানা সংলগ্ন মেইন রোড়ে মানববন্ধন ও রায়পুর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ৭ নং পৌর ওয়ার্ডের মৃত হাসান আহমেদের ছেলে ব্যবসায়ী মো: আল আমিন। অভিযোগে জানা যায়,গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় রায়পুর বাজারের ব্যবসায়ী মো: আল আমিন পৌর শহর সংলগ্ন একটি ফলের আড়ৎতে অবস্থান করলে সেখানে রায়পুর পৌর ৭ নং ওয়ার্ডের বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো: মাসুদ রানা তার পথরোধ করে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে এতে ব্যবসায়ী আল আমিন তা দিতে অসম্মতি জানালে মাসুদ ওই ব্যবসায়ীকে অকথ্য ভাষায় গালামন্দ করেন এবং একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং প্রকাশ্য তাকে মারধর করে,যার ফলে ব্যবসায়ী আল আমিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। ব্যবসায়ী আল- আমীন জানান,আমি রায়পুর পীর ফয়জুল্লাহ রোড়ের এসপি সার্কেল অফিসের সামনে দীর্ঘদিন থেকে সুনামের সাথে ইট,বালু,সিমেন্টের ব্যবসা করে আসছি। পক্ষান্তরে সন্ত্রাসী মাসুদ দীর্ঘ দিন ধরে এলাকাজুড়ে চাঁদাবাজি, জমিদখল, ইয়াবা ব্যবসা, শিশু ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে, মাসুদ রানা আমার কাছে চাঁদা দাবি করে আমি চাঁদা না দিতে অস্বীকৃতি জানালে আমার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় I পরবর্তীতে উল্টো সন্ত্রাসী মাসুদ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও সাংবাদিক সম্মেলন করে I ভুক্তভোগী এলাকাবাসী মুক্তা বলেন, এই সন্ত্রাসী মাসুদ ও তার স্ত্রী কুসুম আক্তার অসামাজিক কার্যক্রমের কারণে আমরা এলাকাতে শান্তিতে বসবাস করতে পারছি না আমরা এর সঠিক বিচার চাই I অন্য ১জন এলাকাবাসী জাহিদ জানান , এদের অবৈধ কার্যক্রমে সম্প্রতি এলাকাবাসী ৫৭ জন গণস্বাক্ষর করে তাদের বিরুদ্ধে , তাদের কারণে আমরা এলাকাতে শান্তিতে বসবাস করতে পারছি না আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি I এদিকে ব্যবসায়ী আলামিন রায়পুর থানায় ১টি অভিযোগ দায়ের করেন এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন I এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মোঃ মাসুদ রানা বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এবং অস্বীকার করেন।