প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ
উলিপুরের বুড়া-বুড়ি ইউনিয়নে নেশার আড্ডা বসানোর প্রতিবাদ করায় ছুরিকাহত প্রতিবাদী কিশোর রিপন

মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি।। বাড়ির পাশে নেশার আড্ডা বসানোর প্রতিবাদ করায় এক কিশোরকে পেটে ছুরি মেরে হত্যার চেষ্টা করেছেন এক দল নেশাগ্রস্ত বখাটেরা । স্পর্শকাতর ঘটনাটি ঘটেছে উলিপুর উপজেলার আঠারো পাইকা গ্রামে। আহত কিশোর বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।। খোজ নিয়ে জানা যায়, বুড়া-বুড়ি ইউনিয়নের সাত ভিটা গ্রামের আমির হোসেন, হৃদয়, মোস্তফা, বাইজিদ, মিলন সহ একদল নেশাখোর বখাটেরা পাশ্ববর্তী আঠারো পাইকা গ্রামের আনিসুর রহমানের বাড়ির পাশে নিয়মিত গাজা সেবন করতো । গত সোমবার সন্ধায় আনিসুর রহমানের ছেলে কিশোর রিপন নেশার আড্ডা তুলে নেয়ার জন্য চিৎকার করে এলাকাবাসীকে জড়ো করেন। এতে ক্ষিপ্ত হয়ে নেশাগ্রস্ত বখাটের দল ওতপেতে থেকে প্রতিবাদী কিশোর কে এলোপাতাড়ি মার ধর করে হত্যার উদ্দেশ্য পেটে চুরি মারে। এসময় ওই গ্রামের সোহেল মিয়া ও রাসেদ আলী রিপন কে উদ্ধার করতে আসলে ওই দুজন কে বেধড়ক মারধর করে বখাটেরা।।গুরুতর আহত প্রতিবাদী কিশোর রিপন কে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে উলিপুর থানার তদন্ত কর্মকর্তা নাজমুস শাকিব জানান, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই নেশাখোর বখাটেদের গ্রেফতার করা হবে।
Copyright © 2025 Jogajog Protidin. All rights reserved.