
আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার: নাটোরে নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, “মানুষের হিউম্যান রাইটস রক্ষা করাই আমাদের প্রধান কাজ। বিভিন্ন কারণে গত সময়ে পুলিশের ভাবমূর্তি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। তবে আমরা সেই অবস্থার পরিবর্তন চাই। জনগণের সাথে মিলে মিশে কাজ করব, যাতে পুলিশ প্রকৃত অর্থে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।” সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসপি তারিকুল ইসলাম আরও বলেন, “নির্যাতিত মানুষের অভিযোগের তদন্ত রিপোর্ট যেন যথাসময়ে আদালতে জমা দেওয়া যায়, সে বিষয়েও পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। একইসাথে নাটোরের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।” সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের প্রতিটি প্রচেষ্টায় সাংবাদিক সহকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।” মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক এস এম কামাল, সিনিয়র সাংবাদিক হালিম খান, আল-মামুন, সুফি সান্টু, বুলবুল আহমেদসহ অনেকে।