রবিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৬

সরিষাবাড়ীতে ডিঙি নৌকাডুবে গৃহবধূ মৃত্যু মেয়ে নিখোঁজ

0Shares

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে নৌকাবাইচ দেখে বাড়ি ফেরার পথে ডিঙি নৌকাডুবিতে মোর্শেদা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ হয়েছে নিহতের মেয়ে শোভা আক্তার (৮)। এছাড়া আহত হয়েছে অন্তত ১০ জন যাত্রী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের ঝিনাই নদীতে এ ঘটনা ঘটে। নিহত মোর্শেদা ধারাবর্ষা মধ্যেরচর গ্রামের আনসার আলীর স্ত্রী। কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে ঝিনাই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখা শেষে মোর্শেদা বেগম তার মেয়েকে নিয়ে ডিঙি নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। লোকজন বেশি থাকায় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মোর্শেদা বেগমের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হলেও তার মেয়ে শোভা নিখোঁজ হয়।

0Shares

শেয়ার করুন